খুলনা বিশ্ববিদ্যালয় হতে বায়োটেকনোলজী এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক। পেশাগত জীবনে ব্যাংকার। একাডেমিক এবং পেশাগত জীবনকে ছাপিয়ে চিন্তা আর মননের জমিনে চাষবাস চলে ইসলাম আর ইসলামী জীবনদর্শন নিয়ে। কেউ মতাদর্শ সম্পর্কে জানতে চাইলে সুরা আল-মায়িদার ৭ম রুকু (৪৪ হতে ৫০ আয়াত), সুরা আন-নিসার ৭৫ নং আয়াত এবং সুরা আস-সফফ পড়ে নিতে পারেন।
“আমাদের হাতে একটি মাত্র গ্রন্থ আল কুরআন, এই পবিত্র গ্রন্থ কোনদিন, কোন অবস্থায় কোন তৌহিদবাদীকে থামতে দেয়নি। আমরা কি করে থামি?”
কবি আল-মাহমুদ লিখে রেখে গেছেন
কোন তৌহিদবাদী থেমে গেলে ঐ মহাগ্রন্থের অবমাননা হয়। তাই যাবতীয় কর্মপ্রেরণার অভিমুখ হলো ইসলামের পক্ষে বুদ্ধিবৃত্তিক ও মতাদর্শিক ময়দানে অবদান রাখা।
মো: নাঈমুজ্জামান মিয়া। খুলনা বিশ্ববিদ্যালয় হতে বায়োটেকনোলজী এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক। পেশাগত জীবনে ব্যাংকার। একাডেমিক এবং পেশাগত জীবনকে ছাপিয়ে চিন্তা আর মননের জমিনে চাষবাস চলে ইসলাম আর ইসলামী জীবনদর্শন নিয়ে।
আমার ব্লগের পোস্টগুলো নিয়মিত আপনার মেইলে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করতে পারেন।
এই ওয়েবসাইটের প্রতিটি লেখার সর্বস্বত্ব সংরক্ষিত।